অ্যাপল এবার ভারতে স্থানান্তরিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে

অনলাইন ডেস্ক, ২৩ মে।। আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল চিনের কঠোর নীতিতে কার্যত বিরক্ত হয়ে পড়েছে। তাই অ্যাপল এবার ভারতে স্থানান্তরিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই অ্যাপল তার বেশ কয়েকটি চুক্তিভিত্তিক নির্মাতাকে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনামে উৎপাদন বাড়াতে বলেছে।

জানা গিয়েছে যে, চিনের অ্যান্টি-কোভিড নীতির কারণেই অ্যাপলের উৎপাদন গভীরভাবে প্রভাবিত হয়েছে। পাশাপাশি, এই বিষয়ে চিনের কঠোর নীতির সমালোচনাও করেছে অ্যাপল।এই প্রসঙ্গে আমেরিকান সংবাদপত্র “ওয়াল স্ট্রিট জার্নাল”-এর মতে, ইতিমধ্যেই সংস্থা চিনের বিকল্প হিসেবে ভারত ও ভিয়েতনামকে বেছে নিয়েছে।

এই দু’টি দেশ বর্তমানে অ্যাপলের বিশ্বজনীন উৎপাদনের একটি ছোট অংশ হলেও তাদেরকে চিনের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। বর্তমানে, আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের মতো অ্যাপলের ৯০ শতাংশের বেশি পণ্য চিনে “ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর” দ্বারা তৈরি করা হয়।

এদিকে, কঠোর কোভিড নীতির ফলে চিনে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অ্যাপলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা গত দু’বছর যাবৎ উৎপাদন কেন্দ্রগুলি দেখতে পারছেন না। এমনকি, বিদ্যুতের সঠিক পরিষেবা নিয়েও প্রশ্নের মুখে পড়েছে চিন।

এমতাবস্থায়, জানা গিয়েছে, অ্যাপল ইতিমধ্যেই চিন ছাড়তে চেয়েছিল, কিন্তু কোভিড নীতি বাস্তবায়নের পর তা সম্ভব হয়নি। এই প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, কমিউনিস্ট শাসনকালে চিনের দমনমূলক নীতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের কারণে অ্যাপল চিনের ওপর নির্ভরশীলতা কমাতে চায়।

অন্যদিকে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। পাশাপাশি, সেখানে বিনিয়োগকারীদের অনেক ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। এমতাবস্থায়, কোম্পানির উৎপাদন পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, বেশি জনসংখ্যা এবং কম খরচের কারণে চিনের বিকল্প হিসেবে ভারতকে দেখছে কোম্পানি। প্রসঙ্গত উল্লেখ্য, তাইওয়ানের অ্যাসেম্বলিং কোম্পানি ফক্সকন এবং উইস্ট্রন ইতিমধ্যেই ভারতে উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে।

এদিকে, ভারতের বিশাল বাজার এবং মানুষের মধ্যে অ্যাপলের প্রতি উৎসাহের কথা বিবেচনা করে সংস্থাটি এখানে তার সম্প্রসারণকে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?