অনলাইন ডেস্ক, ২২ মে।। কিলিয়ান এমবাপ্পের দল-বদলের বিষয়টি জন্ম দিয়েছিল অনেক আলোচনার। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না তিনি। পিএসজিতেই থাকছেন ফরাসি ফরোয়ার্ড। শনিবার রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দেন ২৩ বছর বয়সী তারকা।
এরপর লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানান, এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি ‘ফুটবলের অপমান’। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘সাম্প্রতিক মৌসুমে ৭০০ মিলিয়ন ইউরোর লোকসানের পর এবং ৬০০ মিলিয়ন ইউরো মজুরি বিল থাকার পরও মোটা অঙ্কের অর্থ দিয়ে এমবাপ্পের সঙ্গে পিএসজির পুনঃ চুক্তি ফুটবলের জন্য অপমান। ’
সেই সঙ্গে তেবাস আরও জানান, পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাপি সুপার লিগের জন্য বিপজ্জনক ব্যক্তি। গত এপ্রিলে ইউরোপের ধনী ১২ ক্লাব মিলে নতুন এক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব উঠেছিল। তবে উয়েফার হস্তক্ষেপে সুপার লিগের পরিকল্পনা বাদ দিতে হয়।