অনলাইন ডেস্ক, ২২ মে।। লিগ ওয়ানে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মেতজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ফরাসি জায়ান্টদের হয়ে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।
গোল পেয়েছেন নেইমারও। এই গোলে নতুন এক মাইলফলকেও পা রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আধুনিক ফুটবল ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে তিন ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল পেলেন নেইমার।
তার আগে এই রেকর্ডটি ছিল তার স্বদেশি রোমারি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল করেছেন নেইমার। বার্সেলোনার জার্সিতে ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। এবার পিএসজির হয়ে ১৪৪ ম্যাচে পেলেন ১০০তম গোল।
রোমারিও পিএসভি আইন্দোফেন, ভাস্কো দা গামা ও ফ্লেমেঙ্গোর হয়ে এই রেকর্ড গড়েছিলেন। তার মধ্যে একমাত্র রোনালদো তিন ভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে শততম গোল পান। রিয়াল মাদ্রিদের জার্সিতে সিআর সেভেনের গোল ৪৫০। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১১৮ গোল। জুভেন্টাসের হয়ে করেন ১০০। পর্তুগালের জার্সিতে তার গোল ১০৩।