অনলাইন ডেস্ক, ২২ মে।। ২০০৯ প্রতিষ্ঠিত হয় আরবি লাইপজিগ। ইতোমধ্যে ইউরোপ ফুটবলের অন্যতম শক্তি হয়ে উঠেছে জার্মান ক্লাবটি। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল লাইপজিগ।
এবার প্রথমবারের মতো তাদের হাতে উঠল প্রধান শিরোপা।জার্মান কাপের ফাইনালে ফ্রেইবুর্গকে টাইব্রেকার হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাইপজিগ।
প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল ‘রেড বুলরা’। তবে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও শেষ দুই মিনিট আগে আরেক খেলোয়াড়কে হারিয়ে ফেলে তারা। তবে ভাগ্য ঠিকই জয় এনে দিল লাইপজিগকে।
টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় ডমিনিকো তেদেসকোর শিষ্যরা। ২০১৯ ও ২০২১ সালেও জার্মান কাপের ফাইনালে খেলেছিল লাইপজিগ। তবে দু’বারই তাদের সন্তুষ্ট থাকতে হয় রানার-আপ হয়ে। অন্যদিকে এই আসরের ১১৮ বছরের ইতিহাসে প্রথম ফাইনাল খেলল ফ্রেইবুর্গ।
লাইপজিগ বুন্দেসলিগায় ২০২১-২২ মৌসুম শেষ করেছে চতুর্থ স্থানে থেকে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে তারা। আর ষষ্ঠ স্থানে থাকা ফ্রেইবুর্গ খেলবে ইউরোপা লিগে।