অনলাইন ডেস্ক, ২১ মে।। নতুন প্রধানমন্ত্রী এবং শাসক দল নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে অস্ট্রেলিয়ায়। নির্বাচনের আগের জরিপগুলোতে পূর্বাভাস দেওয়া হয়েছে উদার জাতীয়াতাবাদী জোটের বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারের নির্বাচনে।
এই নির্বাচন স্কট মরিসনের জন্য একটি আস্থার পরীক্ষা হবে বলে ধারণা করা হচ্ছে। করোনা মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের সময় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বের প্রতি অস্ট্রেলিয় জনগণের কতটা আস্থা আছে সেটাই প্রমাণিত হবে এই নির্বাচনে।
তবে অ্যান্থনি আলবেনিজ দেশটিতে একটি আমূল পরিবর্তনের জন্য প্রচারণা চালাচ্ছেন। এবারের নির্বাচনে ভোটারদের বিবেচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং জলবায়ু পরিবর্তন।
গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় বিশ্ব উষ্ণায়ন এবং জলাবায়ু পরিবর্তনের ফলে ব্যাপক প্রাকৃতিক দূর্যোগ দেখা দিয়েছে। আর সম্প্রতি জীবন যাত্রার ব্যয় বেড়ে গেছে ব্যাপকভাবে।
ফলে, স্বতন্ত্র এবং ছোট দলগুলোরও ভোট বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রধান দুই দলের প্রতি জনগণের অসন্তোষ বেড়েছে।