অনলাইন ডেস্ক, ২১ মে।। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রুশ সেনারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পুরো এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাছাকাছি পৌঁছে গেছে।
২০১৪ সাল থেকেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এই অঞ্চলের প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে আসছিল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার আগে রাশিয়া তাদের ‘স্বাধীনতা’র স্বীকৃতি দিয়েছে। সেদিন দোনেৎস্ক অঞ্চলকেও স্বাধীনতার স্বীকৃতি দেয় রাশিয়া।
রাশিয়া বলেছে, লুহানস্ক অঞ্চলের কিয়েভ-নিয়ন্ত্রিত এলাকাগুলোও পুরোপুরি ‘মুক্ত’ করা হবে। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র যুদ্ধের মধ্যে ইউক্রেন তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শক্তিশালী প্রতিরক্ষা দূর্গ গড়ে তুলেছিল। তবে রুশ সেনাদের আক্রমণে সে প্রতিরোধ ভেঙ্গে পড়ছে বলে দাবি করেছে রাশিয়া।
টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বৈঠকে শোইগু বলেন, ‘লুহানস্ক পিপলস রিপাবলিকের মুক্তিযুদ্ধ প্রায় শেষের দিকে। আর কিছুদিনের মধ্যেই অঞ্চলটি ইউক্রেনের নাৎসিদের হাত থেকে মুক্তি পাবে’।