স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ মে।। গত ২০ শে এপ্রিল থানা থেকে ঢিল ছুঁড়া দূরত্বে উদয়পুর প্রেস ক্লাবে চোরের দল হানা দিয়ে প্রেস ক্লাবের স্টিলের আলমারি ভেঙ্গে আলমারি খুলে নগদ প্রায় ষোল সতেরো হাজার টাকা,দামি উপহার,চল্লিশটি মতো প্লাস্টিকের চেয়ার,একটি সিলিং পাখা,একটি দামী টেবিল পাখা,আসন্ন মেগা স্বাস্থ্য শিবিরের প্রচারের জন্য আনা সাউন্ড সিস্টেম বক্স,মেসিন সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি করে নিয়ে যাওয়া ঘটনার ২০ শে এপ্রিল রাতে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে রাতেই পুলিশ প্রথমে একবার তদন্ত জন্য উদয়পুর প্রেস ক্লাবে আসেন।
এক মাস পর ফের একবার তদন্তের স্বার্থে শনিবার দুপুরে ওই চুরির মামলার তদন্তকারী অফিসার এস আই বিপ্লব দাস এবং রাধা কিশোর পুর থানার ইন্সপেক্টর মাধবী দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর নিয়ে উদয়পুর প্রেস ক্লাবে যান। গিয়ে কথা বলে উদয়পুর প্রেস ক্লাবের সদস্যদের সাথে।
তদন্ত সাপেক্ষে প্রেস ক্লাব ঘুরে দেখেন।পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসআই বিপ্লব দাস জানান, এই চুরি কাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে প্রেস ক্লাবে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে প্রেসক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন। যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান এসআই বিপ্লব দাস।