খোয়াইয়ে দুই শিশুর জন্মদিন ও গর্ভবতী মহিলার সাধ ভক্ষণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২১ মে।। খোয়াই নতুন টাউনহল কিষান সম্মান নিধি ও প্রধানমন্ত্রী আবাস যোজনা লাভার্থীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল চারটায় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুন টাউনহল লাভারর্থি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পিনাকি দাস চৌধুরী, ত্রিপুরা ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা শাসক এল টি ডারলং আরো অনেকে। এই দিন এই লাভারর্থি মত বিনিময় সভার সভাপতিত্ব করেন খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা।

এদিন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খোয়াই ব্লকের অন্তর্গত ধলাবিল গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার ভারত তীর্থ অঙ্গনওয়ারী কেন্দ্রে সাধ ভক্ষণ অনুষ্ঠানে যোগ দেন। ভারত তীর্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক মহিলাকে সাধভক্ষণ করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাছাড়া দুইটি শিশুর জন্মদিন পালন করা হয়। সরকার পাড়ায় একটি সভায় চা শ্রমিকদের ২ গন্ডা করে পাট্টা প্রদান করলেন। এই অনুষ্ঠান ত্যাগ করে চলে আসলেন খোয়াই নতুন টাউনহল। খোয়াই নতুন টাউনহলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনতার সরকার।

জনগণের সার্বিক কল্যাণ্যে গুচ্ছ প্রকল্প রূপায়ণ করছে এই সরকার। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসাধারণ যেসকল সুবিধা ভোগ করছেন, তা মনে রাখার পাশাপাশি বিগত দিনে যেসব অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সেটাকেও মনে রাখা দরকার। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথেই বর্তমান রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত করছে। করোনা অতিমারীর সময়ে প্রধানমন্ত্রী বিনামুল্যে টিকাকরণের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচিয়েছেন। প্রধানমন্ত্রী মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে সুবিধা প্রদান করছেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, জলজীবন মিশনের মাধ্যমে পানীয়জলের সংযোগ, উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ, গরীবদের জন্য বিনামূল্যে চাল, রাস্তাঘাট সহ জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। এছাড়াও জাতীয় সড়ক উন্নয়ন, এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন চালু করা, বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলকে সিবিএসসি’র আওতায় আনা সহ পরিকাঠামো উন্নয়নে সর্বক্ষেত্রে সুবিধা প্রদান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?