ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম নায়ক কর্নেল ধরমবীর প্রয়াত

অনলাইন ডেস্ক, ২১ মে।। 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম নায়ক কর্নেল ধরমবীর প্রয়াত হলেন। গত সোমবার গুরুগ্রামে তার প্রয়াণ ঘটেছে। 1992 থেকে 1994 সাল পর্যন্ত 23 পাঞ্জাবে কমান্ড হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। 1997 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি বর্ডার এ অক্ষয় খান্না ধরমবীরের চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রয়াণে ভারতের এক বীর সেনানীর মৃত্যু হল।

কর্নেল ধরমবীর 1971 সালের যুদ্ধের তরুণ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তার সতর্কতার জন্য তাকে সব সময় স্মরণ রাখা হবে। 4 ঠা ডিসেম্বর সীমান্তে টহল দেওয়ার সময় তিনি পাকিস্তানী ট্যাংক আসার শব্দ শুনতে পেয়েছিলেন।

সেই সময় তিনি ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত ছিলেন। বিপদ বুঝেই তিনি দ্রুত উর্দ্ধতন কর্মকর্তাদের এ বিষয়ে জানিয়ে দেন এবং অতিরিক্ত সেনা মোতায়েনের দাবি করেন। এই তথ্য পাওয়ার পর ভারতীয় সেনা এবং বিমান বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল।

রাত হয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্ট অফিসাররা ক্যাপ্টেন ধরমবীরকে পাকিস্তানি সেনাবাহিনীকে যতটা সম্ভব আটকে রাখার কথা বলেছিলেন। এরপর ক্যাপ্টেন ধরমবীর নিজে সীমান্তে অবস্থান করে পাকিস্তানি সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

একবার তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন ওই সময় সীমান্ত ঘাঁটিতে কুড়ি থেকে 22 জন সৈন্য ছিল যারা সারারাত পাকিস্তানি সেনাবাহিনীকে সীমান্তে আটকে রেখেছিল। সকালে ভারতীয় বায়ুসেনা তাদের সাহায্য করতে এসেছিল।

পরেরদিন দুপুরে এই আক্রমণ থেমে যায়। বিমান হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি ট্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল। পাকিস্তানের 100 টি যুদ্ধের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ভারতীয় ট্যাংক ডিভিশনের রেজিমেন্ট এগিয়ে এলে পাকিস্তান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল। 1971 সালের সেই যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর গৌরবান্বিত অধ্যায়। পরে বলিউড এই কাহিনীর উপর ভিত্তি করে জনপ্রিয় বর্ডার সিনেমাটি বানিয়েছিল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?