স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ মে।।ইচ্ছা থাকলে কি না করা যায়। তা আরেক বার প্রমান করে দিল এক মহিলা। ইচ্ছা থাকলে পরে স্বনির্ভর হওয়া যায়।প্রয়োজন হয় কোন সরকারি চাকুরীর।
দর্শক বন্ধুরা আপনার আমাদের টিভির স্ক্রিনে যে মহিলাটি দেখতে পাচ্ছেন ওনার নাম শম্পা পাল বিশ্বাস বাড়ি দক্ষিণ জেলার বাইখড়াতে এলাকায়।উনি বাড়িতে মোবাইলে ইউটিউব দেখে সুতার তৈরি বিভিন্ন ফুল, মালা, ফুলের টপ,পুতুল বানানো কাজ শিখেছে আজ স্বাবলম্বী।এখন রোজ মাতাবাড়িতে এসে প্রতিদিন পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার উপরে রোজগার করতে পারে বলে জানালেন আমাদেরকে।
শম্পা দেবী আজ থেকে দুই থেকে তিন বছর আগে মোবাইলে ইউটিউব দেখ বাড়িতে বসে সুতার কাজ শিখে, কাজ শুরু করলে প্রথমে পরিবারে লোকজনার সাহায্যে হাত বাড়িয়ে না দিলেও পরবর্তীতে শম্পা পাল বিশ্বাস সুতার তৈরী বিভিন্ন মালা,ফুল,ফুলের টপ বিক্রি করে স্বাবলম্বী হতে দেখে পরিবারে লোকজন এই কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান। এবং এই সুতার তৈরী করা জিনিস বিক্রি করে তাদের চার জনের পরিবার প্রতিপালন করছে আজ শম্পা পাল বিশ্বাস।