স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২০ মে।। বৃহস্পতিবার গভীর রাতে এক সরকারি চিকিৎসকের সরকারি আবাসে হামলা চালায় কিছু দুষ্কৃতি। ঘটনার বিবরনে জানা যায়,বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত রাতে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ শিবব্রত নাহা হাসপাতালের ডিউটি শেষ করে সরকারি আবাসে যায়। গভীর রাতে কে বা কারা তার সরকারি আবাস লক্ষ্য করে একের পর এক ঢিল ছুঁড়তে থাকে। কাঁচের জানালা ভেঙ্গে ঘরের ভিতরে কাঁচের টুকরো এসে পড়ে।
চিকিৎসক শিবব্রত নাহা অভিযোগ করে জানান, গভীর রাতে তিনি বাইকের শব্দ শুনতে পেয়েছেন, ঠিক তার পরেই একাধিক দুর্বৃত্ত এসে তার সরকারি আবাস লক্ষ্য করে হামলা চালায় বলে তিনি সন্দেহ করছেন। বড় বড় ইটের টুকরা জানালার কাঁচ ভেঙ্গে ঘরের ভিতরে এসে পড়েছে। অল্পেতে তিনি রক্ষা পান। এদিকে এ ঘটনার খবর পেয়ে বিলোনীয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক এবং ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই চরণ মজুমদার শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসকের সাথে দেখা করে ঘটনা সম্পর্কে অবহিত হন।
এনিয়ে চিকিৎসকের পক্ষ থেকে পুরান রাজবাড়ী থানায় মৌখিক ভাবে অভিযোগ করেন। চিকিৎসকের সরকারি আবাসে হামলার খবর এবং অভিযোগ পেয়ে শুক্রবার সকালে পুরান রাজবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে।