ইউক্রেনের শত শত সৈন্য আত্মসমর্পণ করেছে অ্যাজভস্টল ইস্পাত কারখানায়

অনলাইন ডেস্ক, ২০ মে।। ইউক্রেনের মারিওপোলের অবরুদ্ধ অ্যাজভস্টল ইস্পাত কারখানায় ইউক্রেনের শত শত সৈন্য আত্মসমর্পণ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ফলে এক সপ্তাহে আত্মসমর্পণ করা সৈন্যের সংখ্যা ১,৭৩০-এ পৌঁছাল। খবর ভয়েস অব আমেরিকার।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এক বিবৃতিতে জানায়, তারা অ্যাজভস্টল থেকে বেরিয়ে আসা সৈন্যদের নিবন্ধনের কাজ করছে। কার্যক্রমটি মঙ্গলবার আরম্ভ হয়ে বৃহস্পতিবারেও অব্যাহত ছিল।

মারিওপোলে আত্মসমর্পণ করা ইউক্রেনের যোদ্ধাদের রাশিয়া প্রকাশিত সংখ্যাটি নিশ্চিত করেনি ইউক্রেনের কর্মকর্তারা। তবে দেশটি আশা প্রকাশ করেছে যে, রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে ওই সেনাদের ফিরিয়ে আনা যাবে। অপরদিকে, রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা জানিয়েছে যে, বেসামরিক মানুষের বিরুদ্ধে কোন অপরাধে আটককৃতদের কেউ জড়িত ছিল কিনা, তা নির্ধারণ করতে তারা বন্দীদের জিজ্ঞাসাবাদ করতে চায়।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এই আগ্রাসনে মারিওপোল দখলই হবে রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। অ্যাজভ সাগরের তীরবর্তী এই শহরে যুদ্ধের আগে ৪ লাখ ৩০ হাজার মানুষের বসবাস ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?