স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ মে।। প্রত্যন্ত এলাকায় জল সংকট মোচনে নিজে উদ্যোগী হয়ে বৃষ্টির জল সংরক্ষণ করতে শুরু করলো জনজাতিরা। কারণ এলাকায় পানীয় জলের দুর্বিষহ সংকট।অন্যদিকে এলাকায় জল সংকট থাকলেও স্থানীয় ব্লক প্রশাসন এবং এডিসি প্রশাসন জেগে ঘুমাচ্ছে।
ঘটনা মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন বৈরাগী ডেপা এলাকায়। এই এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল জনৈক জুমিয়া পরিবার নিজ বাড়িতেই জল সংকট মোচনে বৃষ্টির জল সংরক্ষণ করে জল চাহিদা মেটানোর জন্য অস্থায়ীভাবে গর্ত করে জল সঞ্চিত কড়ছে।এপ্রসঙ্গে জনৈক উপজাতি রমণীকে জিজ্ঞাসা করতেই তিনি জানান,এলাকায় গাড়ি যুগে প্রশাসন থেকে জল দিলেও তা প্রয়োজনের তুলনায় কম।
উপরন্ত ভাবে তারা অভিযোগ করে জানায়, প্রতিদিন জল দেয় না এলাকায় প্রশাসন থেকে।এর জন্য গিরিবাসীদের জল সংগ্রহ করতে হয় দীর্ঘ এক কিলোমিটার দূরবর্তী স্থান থেকে।এও আবার পরিত্যক্ত নোংরা ছড়ার জল।তাই বৃষ্টির মরশুমে বৃষ্টির জল গর্ত করে সঞ্চিতা করে রাখছে জলের চাহিদা মেটানোর জন্য। এলাকায় পা রাখলেই জলের জন্য আর্তনাদ করতে শোনা যায় গিরিবাসীদের।