কুকুরকে লেজে ধরে ঘুরিয়ে পুকুরের জলে ছুড়ে ফেলার দায়ে যুবকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।।একবিংশ শতাব্দীতে যখন মানুষ অনেকটাই এগিয়ে যাচ্ছে সমাজ সচেতন হচ্ছে আগামীর বর্তমান থেকেই ভেবে লক্ষ্য নির্ধারণ করছে । ঠিক তখনই কিছু বিকৃত মস্তিষ্ক নিজেদের কর্মকাণ্ডের দ্বারা গোটা সমাজকে কলুষিত করছে ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি ঘটনা ভাইরাল হলো যা দেখার পর নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে । ত্রিপুরার এক যুবক একটি কুকুরকে তার লেজে ধরে অমানবিকভাবে ঘুরিয়ে পুকুরের জলে ছুড়ে ফেলে দেয় । সে মজার ছলেই কুকুরটিকে ভয়াবহ কষ্ট দিচ্ছিল । তার হাসির রোলে সে কুকুরটি চিৎকার শুনতেই পাইনি । অন্যদিকে তারই এক বন্ধু করছিল ভিডিওটি । পরিশেষে বীরত্বের সহিত সামাজিক মাধ্যমে এই ভিডিওটি পোস্ট করল যুবক । তার পরেই ভাইরাল হতে থাকে ভিডিওটি পাশাপাশি পশুপ্রেমীরা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এ বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করতে থাকেন । নজরে আসতেই রাজ্যের অন্যতম রেজিস্টার্ড পশুপ্রেমী সংস্থা k – nine ঘটনার খোজখবর শুরু করে ।

খোঁজ নিয়ে জানা যায় ছেলেটির নাম রাজবীর সরকার , বাবার নাম সত্য রঞ্জন সরকার বাড়ি সিধাই মোহনপুর , গজারিয়া এলাকায় । তৎক্ষণাৎ কে নাইন এর সদস্যরা আগরতলার এনসিসি থানায় একটি FIR দায়ের করে । কে নাইন সংস্থার সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী জানান তারা বরাবরই রাস্তায় থাকা কুকুরদের জন্য কাজ করে যাচ্ছেন । যখনই তারা সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখবেন তখন থেকেই তারা ছেলেটিকে উপযুক্ত শাস্তি পাইয়ে দেবার এবং কুকুরটিকে বিচার পাইয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন । তিনি জানান যেহেতু আগরতলার এনসিসি থানার অধীনে তাদের সংস্থার অফিস কক্ষ রয়েছে তাই এনসিসি থানাতেই প্রাথমিকভাবে FIR করলেন তারা । অন্যদিকে এনসিসি থানার ওসি সুবীর মালাকার জানান তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং অভিযুক্তকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?