স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।।একবিংশ শতাব্দীতে যখন মানুষ অনেকটাই এগিয়ে যাচ্ছে সমাজ সচেতন হচ্ছে আগামীর বর্তমান থেকেই ভেবে লক্ষ্য নির্ধারণ করছে । ঠিক তখনই কিছু বিকৃত মস্তিষ্ক নিজেদের কর্মকাণ্ডের দ্বারা গোটা সমাজকে কলুষিত করছে ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি ঘটনা ভাইরাল হলো যা দেখার পর নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে । ত্রিপুরার এক যুবক একটি কুকুরকে তার লেজে ধরে অমানবিকভাবে ঘুরিয়ে পুকুরের জলে ছুড়ে ফেলে দেয় । সে মজার ছলেই কুকুরটিকে ভয়াবহ কষ্ট দিচ্ছিল । তার হাসির রোলে সে কুকুরটি চিৎকার শুনতেই পাইনি । অন্যদিকে তারই এক বন্ধু করছিল ভিডিওটি । পরিশেষে বীরত্বের সহিত সামাজিক মাধ্যমে এই ভিডিওটি পোস্ট করল যুবক । তার পরেই ভাইরাল হতে থাকে ভিডিওটি পাশাপাশি পশুপ্রেমীরা এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এ বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করতে থাকেন । নজরে আসতেই রাজ্যের অন্যতম রেজিস্টার্ড পশুপ্রেমী সংস্থা k – nine ঘটনার খোজখবর শুরু করে ।
খোঁজ নিয়ে জানা যায় ছেলেটির নাম রাজবীর সরকার , বাবার নাম সত্য রঞ্জন সরকার বাড়ি সিধাই মোহনপুর , গজারিয়া এলাকায় । তৎক্ষণাৎ কে নাইন এর সদস্যরা আগরতলার এনসিসি থানায় একটি FIR দায়ের করে । কে নাইন সংস্থার সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী জানান তারা বরাবরই রাস্তায় থাকা কুকুরদের জন্য কাজ করে যাচ্ছেন । যখনই তারা সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখবেন তখন থেকেই তারা ছেলেটিকে উপযুক্ত শাস্তি পাইয়ে দেবার এবং কুকুরটিকে বিচার পাইয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন । তিনি জানান যেহেতু আগরতলার এনসিসি থানার অধীনে তাদের সংস্থার অফিস কক্ষ রয়েছে তাই এনসিসি থানাতেই প্রাথমিকভাবে FIR করলেন তারা । অন্যদিকে এনসিসি থানার ওসি সুবীর মালাকার জানান তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং অভিযুক্তকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেবে।