Taliban : নারীশিক্ষা নিয়ে খুব শীঘ্রই বড় ‘সুখবর’ দিতে চলেছে তালেবান

অনলাইন ডেস্ক, ১৯ মে।। গত বছর আগস্টে দ্বিতীয় বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালেবান। তখনই তারা প্রতিশ্রুতি দিয়েছিল, আগের মতো রক্ষণশীল নীতি নিয়ে আর এবার দেশ শাসন করবে না তারা। বিশেষ করে মেয়েদের শিক্ষার অধিকার সুরক্ষিত থাকবে নতুন সরকারের অধীনে।

কিন্তু আমেরিকা-সহ গোটা বিশ্বকে দেওয়া সেই প্রতিশ্রুতি রাখেনি তালেবান। প্রথমে নানাবিধ পোশাকবিধি ও শর্ত চাপিয়ে মেয়েদের স্কুল-কলেজ চালু করেছিল তারা। কিন্তু চলতি বছরের শুরুর দিকে মেয়েদের হাইস্কুল ও কলেজে পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়। তবে এবার তাদের প্রতিশ্রুতি, নারীশিক্ষা নিয়ে খুব শীঘ্রই বড় ‘সুখবর’ দিতে চলেছে তারা।

একটি আমেরিকান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফগানিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি এমন বার্তাই দিয়েছেন। হাক্কানি পুরোটা খোলসা না করলেও আফগান মেয়েরা ফের হাইস্কুল বা কলেজে পড়তে যেতে পারবেন বলেই মনে করা হচ্ছে। চলতি বছর মার্চ মাসে আচমকা মেয়েদের হাইস্কুল ও কলেজে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা চাপায় তালেবান।

যাতে যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বেশির ভাগ দেশই প্রতিবাদ জানিয়েছিল। হাক্কানি ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সরকার মোটেও নারীশিক্ষার বিরোধী নয়। কিন্তু পোশাক বিধি-সহ বেশ কিছু দিকে তাদের নজর দিতে হয়েছে। সে জন্যই এই কয়েকমাস মেয়েদের পঠনপাঠন বন্ধ রাখা হয়েছিল। তার কথায়, ‘বাবা-মায়েরা যখন তাদের কন্যাসন্তানকে পড়তে পাঠাচ্ছেন, তখন আমাদের দায়িত্ব সেই সন্তানের সুরক্ষা ও সম্মান রক্ষা করা’।

অনেকেই মনে করছেন, দেশে নারীদের জন্য উচ্চশিক্ষার দরজা খুললেও পোশাক ও অন্যান্য বিধি আরও কড়া করবে তালেবান। যদিও এখনও পর্যন্ত সরকারি পর্যায়ে এনিয়ে কেউই মুখ খোলেননি। তবে প্রথম দিকে, মেয়েদের প্রকাশ্যে আসার ক্ষেত্রে শুধুমাত্র মাথায় হিজাব রাখার পক্ষে কথা বললেও এখন তালেবানরা চাইছে, মেয়েরা বাড়ির বাইরে বেরোলেই যেন বোরখায় তাদের পুরো শরীর ঢাকা থাকে।

সাক্ষাৎকারে হক্কানি আরও জানিয়েছেন, যুক্ত্ররাষ্ট্রের সঙ্গে তারা সম্পর্কের উন্নয়নে আগ্রহী। তার কথায়, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও শত্রুতা আমাদের নেই। বরং আফগানিস্তানকে সন্ত্রাসমুক্ত করার যে প্রতিশ্রুতি আমেরিকান প্রশাসনকে আমরা দিয়েছে, তা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার’।

তবে আমেরিকার হাতে যখন দেশভার ছিল, সেই আমলের বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগ সম্প্রতি বন্ধ করে দিয়েছে বর্তমান তালেবান সরকার। যার মধ্যে অন্যতম- মানবাধিকার কমিশন। গত শনিবারই তাদের প্রথম বাজেট পেশ করেছে তালেবান সরকার।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?