স্টাফ রিপোর্টার, বক্সনগর, ১৯ মে।। টানা চারদিন ধরে বিদ্যুৎহীন নলছড় ব্লক এলাকার দক্ষিন নলছড় গ্রামপঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাঘাইয়াটিলা কলোনী পাড়ার বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় উক্ত পাড়ার মানুষজনেরা গত চারদিন ধরে বঞ্চিত পানীয় জল থেকে। ফলে চরম দূর্দশার শিকার হওয়া উক্ত পাড়ার নারীপুরুষ নির্বিশেষে ক্ষুব্দ মানুষজনেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে আজ সকালে উক্ত পাড়ার পাশ দিয়ে বয়ে চলা সোনামুড়া টু আগরতলা ভায়া মেলাঘর সড়কে রাস্তা অবরোধে বসে পরে এবং স্হানীয় পঞ্চায়েতের ভূমিকাহীনতার বিরুদ্ধেও তারা তাদের ক্ষোভ উগরে দেন।
জল আর বিদ্যুৎ সমস্যার কথা উক্ত পাড়ার বাসিন্দারা স্হানীয় পঞ্চায়েত ও শাসকদলের স্হানীয় নেতৃত্বদের গোচরে নিলেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাধ্য হয়েই বহুবিদ সমস্যায় জর্জরিত বাঘাইয়াটিলা কলোনীপাড়ার বাসিন্দারা বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টার সময় কলসী নিয়ে রাস্তা অবরোধ শুরু করে। উক্ত পাড়ায় বসবাস ১০ টি পরিবা। পাড়াটি একটি টিলাতে অবস্হিত।
পাড়ার নীচ দিয়ে বয়ে চলা পাকা সড়কের পাশে অবস্হিত বাঘাইয়াটিলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সাবমার্জিবেল থেকে পাইপ লাইনের মাধ্যমে উক্ত পাড়ায় জল সরবরাহ হচ্ছে বামফ্রন্ট সরকারের সময়কাল থেকেই। টানা পাচদিন বিদ্যুৎ না থাকার কারনে জল থেকে বঞ্চিত উক্ত পাড়াবাসীরা। অপরদিকে বিদ্যুৎহীন বাড়ীগুলিতে স্তব্দ বৈদ্যতিন পাখাগুলিও। ফলে চরম অব্যাবস্হার শীকার তারা। প্রচন্ড দাবদাহ সৃষ্ট অসহনীয় গরমে অতিষ্ঠ উক্ত পাড়াবাসীরা।
এই দিকে রাস্তা অবরোধ শুরু হলে উভয়দিকে প্রচুর যানবাহন আটকে যায়। এরপরেও কোন সরকারী আধিকারীক আসেনি অবরোধস্হলে। অবরোধস্হলে আসে বাইকবাহিনীরা। এসেই ওরা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেয়। কিন্তু কিভাবে জল সমস্যার সমাধান হবে ওরা এসব নিয়ে কিছুই বলেনি। ফলে প্রচন্ড ক্ষুব্দ বঞ্চিতারা। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।