স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৯ মে।। যথাযোগ্য মর্যাদার সাথে আজ ধর্মনগরে মাতৃভাষা সুরক্ষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, বিশিষ্ট কবি ও লেখক মিলনকান্তি দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা চন্দন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ। মাতৃভাষা সুরক্ষা দিবস উপলক্ষ্যে এদিন আলোচনা সভা, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক বিশ্ববন্ধু সেন, বিশিষ্ট কবি ও লেখক মিলনকান্তি দত্ত প্রমুখ। কবিতা পাঠের অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান অনুষ্ঠানের অতিথিগণ।