স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ মে।। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার উদয়পুর চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক দীপন ভৌমিকের গাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা।
শিক্ষকের বক্তব্য গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। কিন্তু কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে কে বা কারা একাজ করেছে তা জানা সম্ভব হয়নি।
গাড়ির মালিক তথা শিক্ষক দীপন ভৌমিক জানিয়েছেন দীর্ঘদিন ধরে ওই জায়গায় তিনি প্রতিদিন গাড়ি রেখে পাশের স্কুলে যান। এদিনও তিনি গাড়ি রেখে স্কুলে যান। দুপুর একটা নাগাদ একজন গাড়িতে আগুন দেখে শিক্ষককে খবর দেন। সবাই ছুটে গিয়ে কোনরকমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুরো গাড়িতে পেট্রোল ছিটিয়ে দেয় দুষ্কৃতকারীরা। যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে পুরো গাড়িতে আগুন ধরে যেত।