স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। সহজ জয় পেয়ে সেমিফাইনালে সদর মহকুমা। একপ্রকার হেলায় পরাজিত করলো উত্তর জেলার ধর্মনগর মহকুমাকে। ত্রিপুরা রণজি দলের স্পিনার চিরঞ্জীৎ পালের ভেলকিতে কুপোকাৎ ধর্মনগর। রাজ্য সিনিয়র ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর মহকুমা উইকেটে পরাজিত করে ধর্মনগর মহকুমাকে। ধর্মনগরের গড়া মাত্র ৮৯ রানের জবাবে সদর কোনও উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সদরের চিরঞ্জীৎ পাল ৪ উইকেট পেয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে ধর্মনগর মহকুমাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান সদরের অধিনায়ক।
সদরের বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ধর্মনগর মহকুমার ব্যাটসম্যানরা। হারাতে থাকে ক্রমাগত উইকেট। ধর্মনগর ৩৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কুশল মজুমদার ৭৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮,মহম্মদ আবু হুসেন ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। ধর্মনগর মহকুমার দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে সদরের বোলারদের সামনে মাথা তুলে দাড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। সদর মহকুমার পক্ষে বঁাহাতি স্পিনার চিরঞ্জীৎ পাল (৪/৯) এবং রজত দে (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর মহকুমার দুই ওপেনার রিমন সাহা এবং পল্লব দাস ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।
উইকেটে সেট হয়ে দুজনই দ্রুত রান তোলার দিকে নজর দেন। এবং ক্রমাগত বল সীমানার বাইরে পাঠাতে থাকেন। বিশেষ করে পল্লব। শেষ পর্যন্ত ১৪.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সদর মহকুমা। পল্লব ৪২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং রিমন ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রানে অপরাজিত থেকে যান।