স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। মেগা স্কুল দাবা টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। দাবার মানোন্নয়ন এবং প্রসারে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতার প্রয়োজন অনস্বীকার্য। ৪৪তম ফিডে দাবা অলিম্পিয়াড-এর জন্য রাজ্যের সমস্ত স্কুলপড়ুয়াদের বিশেষ করে অনূর্ধ্ব-১৫ ছাত্র-ছাত্রীদের মধ্যে মেগা স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই টুর্নামেন্টকে সামনে রেখে অল ত্রিপুরা দাবা এসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ২২ মে একটি বর্ধিত বিশেষ বৈঠক ডাকা হয়েছে। ওইদিন বেলা ১১টায় অল ত্রিপুরা দাবা এসোসিয়েশন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে কমিটির সকল সদস্য, সকল আরবিটার, কোচ এবং সার্টিফাইড কোচ, দাবা প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য বৃন্দ, সমস্ত দাবা খেলোয়াড়, অভিভাবকবৃন্দ এমনকি দাবা প্রেমীদেরও এই মেগা স্কুল দাবা টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তুলতে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে।
প্রতিযোগিতার জন্য কোনও রকম এন্ট্রি ফি দিতে হবে না। টুর্নামেন্টের সম্ভাব্য তারিখ স্থির হয়েছে ১১ এবং ১২ জুন। অল ত্রিপুরা দাবা সংস্থার সাধারণ সম্পাদক দীপক সাহা আসন্ন বৈঠকে সকলের উপস্থিতি চেয়েছেন।