স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। কৈলাশহর-আমবাসার ম্যাচটি রি-সিডিউলড্ হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনালে উন্নীত হবার খেলা। কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে আজ, বুধবার ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টি এবং মাঠে জল থেমে যাওয়ার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। নকআউট ম্যাচ। রিজার্ভ ডেও রয়েছে। স্বাভাবিক কারণে ম্যাচটি আগামীকাল, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহাকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
আয়োজকরা যথারীতি ঝুঁকি না নিয়ে বৃষ্টিতে স্থগিত ম্যাচটি স্থানান্তরিত করে নিয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগরতলার নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরু হবে। ইতিমধ্যে বিকেলের ট্রেনে দুই দলের খেলোয়াড়রা কৈলাশহর থেকে আগরতলায় চলে এসেছে।
বলাবাহুল্য, আগামীকালের ম্যাচে যে দল জয়ী হবে, তারা এরপর দিন, ২০ মে শুক্রবার এমবিবি স্টেডিয়ামে সেমি ফাইনাল ম্যাচে মোহনপুরের মুখোমুখি হবে। এদিকে, আজ, বুধবারে অনুষ্ঠিত অপর তিনটি কোয়ার্টার ফাইনাল থেকে উদয়পুর, সদর এবং মোহনপুর সেমিফাইনালে প্রবেশ করেছে। সদর ও উদয়পুরের সেমিফাইনাল ম্যাচটি হবে ওইদিন পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে।