স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ মে।। মারা গেলেন রাজ্য ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের সদস্য কমল দাশগুপ্ত। বুধবার ভোর রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিলো ৬৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন প্রাক্তন ওই ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক।
এরপরই ভর্তি হয়েছিলেন ওই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। ওনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকেই শোক জানানো হয়েছে। সচিব তিমির চন্দ ওনার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এবং ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত: মৌচাক ক্লাবের প্রতিনিধি ছিলেন তিনি।