শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা, তীর্থযাত্রীদের নিরাপত্তা সুবিধার্থে বৈঠক সেরেছেন অমিত শাহ

অনলাইন ডেস্ক, ১৮ মে।। করোনা আবহ কাটিয়ে এবার ফের পুরোদমে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। আগামী ৩০ জুন এই যাত্রা শুরু হবে। ইতিমধ্যে তীর্থযাত্রীদের নিরাপত্তা সুবিধার্থে একপ্রস্থ বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনটি উচ্চস্তরের বৈঠক হয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ে এই বৈঠক সংঘটিত হয়। এছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে ও জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান দিলবাগ সিং।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম অমরযাত্রা যাত্রা। তা নিয়ে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, অমরনাথ তীর্থযাত্রীদের জন্য ৬,০০০ ফুট উপরে অন্যান্য স্বাস্থ্য সুবিধার মধ্যেই অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে। আরও মোবাইল টাওয়ারও স্থাপন করা হবে। জম্মু ও কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর থেকেই অমরনাথ যাত্রা নিয়ে অতি সক্রিয় কেন্দ্র সরকার।

অমিত শাহ জানিয়েছেন, মোদি সরকারের প্রথম লক্ষ্য হল তীর্যযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। এছাড়াও কেন্দ্রের পক্ষ থেকে যাতায়াত, থাকার ব্যবস্থা, বিদ্যুৎ, জল, যোগাযোগ ও স্বাস্থ্য পরিষেবাসহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার দিকে কড়া দৃষ্টি দিয়েছে মোদি সরকার।

দক্ষিণ কাশ্মীরের অমরনাথ মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা হল অমরনাথ যাত্রা। হিমালয়ে ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি। মন্দির বোর্ড আগেই ঘোষণা করেছিল যে ৪৩ দিনের এই পবিত্র তীর্থযাত্রা সমস্ত COVID-19 প্রোটোকলের মেনেই সংগঠিত হবে। ঐতিহ্য অনুসারে এই বছরের রাখিবন্ধনের দিনে যাত্রা শেষ হবে। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। জুন-জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। শেষ হয় জুলাই-আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। জাতিধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?