অনলাইন ডেস্ক , ১৭ মে।। রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানি। ইতিমধ্যে সেখানে থাকা তাদের রেস্টুরেন্টগুলো বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর ডেইলি মেইলের।
গত মার্চে কোম্পানিটি রাশিয়ায় তাদের ৮৫০টি আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ফাস্টফুডের এই জায়ান্ট কোম্পানিটি সোমবার এক বিবৃতিতে জানায়, দেশটিতে তারা ৩০ বছর তাদের কার্যক্রম চালিয়েছে। ম্যাকডোনাল্ড করপোরেশন ঘোষণা দিয়েছে যে, তারা রাশিয়ান বাজার ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশটির স্থানীয় ব্যবসায়ীদের কাছে তাদের প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া চলছে।
কোম্পানিটি বলছে, তারা রাশিয়ান ক্রেতা খুঁজছেন এবং রেস্টুরেন্ট বিক্রি না হওয়া পর্যন্ত কর্মীদের বেতন দেবে। তবে তারা এখনো কাঙ্ক্ষিত ক্রেতা পায়নি।
ইতিমধ্যে আউটলেট থেকে কোম্পানির নাম, গোল্ডেন আর্চেজসহ অন্যান্য প্রতীক মুছে ফেলার পরিকল্পনা করছে।
১৯৯০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে ম্যাকডোনাল্ড।
ইউক্রেন যুদ্ধের কারণে মানবিক সংকট এবং কার্যক্রম পরিচালনার অপ্রত্যাশিত পরিবেশের কারণে রাশিয়া থেকে কোম্পানিটি ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে জানিয়েছে।