বিজেপি যুব মোর্চার করমছড়া মণ্ডল সভাপতি খুন, ২ লক্ষ টাকার চেক দিলেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৭ মে।। মুখ্যমন্ত্রী বদলের রাতে বিজেপি’র করমছড়া যুব মোর্চার মণ্ডল সভাপতি মিহির দাসকে পিটিয়ে হত্যা করা হয়। আজ নিহতের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্র ডা: মানিক সাহা।

তিনি জানান, গত ১৪ তারিখ রাতে দুষ্কৃতিরা করমছড়া মন্ডলের যুব মোর্চা সভাপতি মিহির দাসকে নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় আমি অত্যন্ত দু:খিত। আজ সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা এবং বিধায়ক শম্ভুলাল চাকমা সহ তাঁর বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সমবেদনা জানাই ।পাশাপাশি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি ঘটনার তদন্ত ক্রমে খুব দ্রুত ব্যবস্থা নিতে।

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বর্গীয় মিহির দাসের স্ত্রী অর্পিতা দাসের হাতে ২ লক্ষ টাকার সহযোগ রাশির চেক তুলে দিয়ে এই দুঃসময়ে একটুখানি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রসঙ্গত, মন্ডল সভাপতি মিহির দাস তার সঙ্গে রাজীব বণিক ও গোপাল বণিক মনুঘাট বাজার থেকে স্কুল পাড়া এলাকায় বাড়ির উদ্দেশ্যে আসছিলেন।

ওই সময় একদল দুষ্কৃতি তাদের উপর হামলা চালায়। সঙ্গে সঙ্গে তাদেরকে মনুঘাট কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মিহির দাসকে মৃত বলে ঘোষণা করেন। রাজীব বণিক(২৯) ও গোপাল বণিককে(৩৪) ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ।

বর্তমানে দুজন ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ স্বদলীয় নেতা তপন রায়, তন্ময় রায় সহ কয়েকজন মিলে মিহির দাসদের উপর হামলা চালানো হয়েছিল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?