অনলাইন ডেস্ক, ১৬ মে।। পাল্টা আক্রমণ করতে করতে খারকিভ শহরের রাশিয়া সীমান্তে পৌঁছে গেছে ইউক্রেনীয় সৈন্য বাহিনী।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, বেশ কিছু সৈন্য সীমান্তের একটি অনির্দিষ্ট অঞ্চলে প্রতিরক্ষ বলয় গড়ে তুলেছে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেগুবভ জানিয়েছেন, সৈন্যরা সীমান্ত চিহ্নিতকারী একটি চিহ্ন পুনরুদ্ধার করেছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি লেখেন, রাষ্ট্রীয় সীমান্তের চিহ্ন উদ্ধারকারী সৈন্যদের নিয়ে আমরা গর্বিত।
তিনি আরও বলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনকে স্বাধীন করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।’
ইউক্রেনীয় সৈন্যবাহিনী গত কয়েক দিনে উত্তর-পূর্বাঞ্চল পুনর্দখলে নিয়েছে। তারা রুশদের খারকিভের বাইরে ঠেলে দিচ্ছে। এই অঞ্চলটিতে গত কয়েক সপ্তাহ ধরে বোমাবর্ষণ চলছিল।
রাশিয়া ডনবাস অঞ্চলের আরও দক্ষিণে আক্রমণ চালিয়ে যাচ্ছে।