অনলাইন ডেস্ক, ১৬ মে।। ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণার পর সুইডেনও ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের ঘটনা তরান্বিত হয়েছে।
ফিনল্যান্ড রবিবার আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে। ফিনল্যান্ড এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রীসভার বৈঠকে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসতো এবং মন্ত্রীসভার সদস্যরা ন্যাটোতে যোগদানের আবেদন করার বিষয়ে একমত হয়েছেন।
মন্ত্রীসভার এই সিদ্ধান্ত এবার ফিনিশ পার্লামেন্টে যাবে। সেখান থেকে ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হলে দেশটি আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আবেদন করবে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ন্যাটোতে যোগদানের বিষয়ে বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ঐতিহাসিক। ফিনল্যান্ড ও আমাদের নাগরিকদের জন্য নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত আমাদের নিরাপত্তার সক্ষমতা এবং নরডিক দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করবে।’
সানা মারিন আশা করেন যে ফিনিশ পার্লামেন্টে ন্যাটোতে যোগদানের আবেদনের প্রস্তাব পাশ হবে।
অন্যদিকে, সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি রোববার এ বিষয়ে একটি বৈঠক করে। বৈঠকের পর এক বিবৃতিতে পার্টি সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রস্তাবে সমর্থন করছে বলে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য পার্টি কাজ করবে। কিন্তু পার্টি সুইডেনে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি চায় না।’
এতে আরও বলা হয়, আবেদন অনুমোদনের পর সুইডেনের ভেতরে পারমাণবিক অস্ত্র এবং স্থায়ী ঘাঁটি স্থাপনের চেষ্টা হলে এর বিরুদ্ধে পার্টি আপত্তি জানাবে।
এ সিদ্ধান্তের মধ্যে দিয়ে সুইডেন গত ২ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো সামরিক নিরপেক্ষতার অবস্থান থেকে তার সরে যাওয়ার পথ প্রশস্ত করেছে।
সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটোতে যোগ দিতে আবেদনের সিদ্ধান্ত ‘রাশিয়া বিরোধী কিছু নয়’ বরং সুইডেনের জন্য ভালো।
তার দল যতটা সম্ভব ফিনল্যান্ডের সঙ্গেই সুইডেনের পক্ষ থেকে আবেদনের চেষ্টা করছে বলে তিনি নিশ্চিত করেছেন।