স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মে।। চমকদার পারফরম্যান্স। এক কথায় অভূতপূর্ব বলাই শ্রেয়। কেন না রাজ্যের হয়ে এবছর চেন্নাইয়ে অনুষ্ঠিত ৪২ তম মাস্টার্স অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রীতিমতো ঝড় তুললেন প্রবীণ অ্যাথলেটরা। ত্রিপুরার ব্যানারে ৪৫ জন অংশগ্রহণ করে ৪ হাজার প্রতিযোগির মধ্যে ৩১ টি পদক দখল করলেন মাস্টার্স অ্যাথলিটরা।
বিষয়টা কিন্তু অনবদ্য। এই ৩১ টি পদকের মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ পদক , আটটি রৌপ্য পদক এবং ২০ টি ব্রোঞ্জ পদক। এবারের পারফরম্যান্স থেকে নিশ্চিত ত্রিপুরার বেশ কয়েকজন অ্যাথলিট এবারও দেশের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে স্বর্ণ পদক জয়ী অ্যাথলিটরা। চেন্নাইয়ে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠেয় এই আসরে অন্যান্য রাজ্যের নজর কারলেন ত্রিপুরার অ্যাথলেটরা।
রবিবার এন এস আর সি সিতে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সংস্থার পক্ষ থেকে পদক জয়ীদের সংবর্ধিত করা হলো। তপ্ত রোদের প্রখর গরমকে উপেক্ষা করেই এদিন মাস্টার্স অ্যাথলেটরা অংশগ্রহণ করলেন এই সংবর্ধনা সভায়। এই মহতী উদ্যোগ্যে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী সহ মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তারা।
পদক জয়ীদের অভিবাদন জানালেন সংস্থার সভাপতি পঙ্কজ সাহা। স্বর্ণ পদক পদক জয়ীরা হলেন, তপন শীল লংজাম্প,শান্তনু রায় শটপুটে এবং বিপ্লব মজুমদার ট্রিপল জাম্প ইভেন্টে। রৌপ্য পদক জয়ীরা হলেন জামাল হোসেন, দেবাশিস মজুমদার, সাবিত্রী দাস, রিংকু সরকার, অন্নেষা বণিক, গায়েত্রী মজুমদার, কবিতা দাস, সবিতা দাস।
ব্রোঞ্জপদক জয়ীরা হলেন বিকাশ দেব বর্মা, দেবী রানী দাস, রিংকু সরকার, শম্ভু রায়, মিঠুন রহমান, লিটন দেববর্মা, রাশু বিশ্বাস, কৃষ্ণ দেববর্মা, রিপন দাস, শেফালী বর্ধন, তপন শীল, সাধন বৈদ্য, ঝহর মিয়া, বিপ্লব রায়, মমতা নাথ, চন্দনা দাস সাহা, গায়েত্রী মজুমদার, সবিতা দাস, কবিতা দাস, স্বপ্না রবি দাস।
অল্পের জন্য যারা পদক জয় করতে পারেননি তপন শীল, সাধন বৈদ্য, প্রিয় লাল সাহা, রাজেশ ত্রিপুরা, প্রশান্ত সরকার, জামাল হোসেন, পূর্নিমা দাস। একে একে প্রত্যেককে অভিনন্দিত করা হলো রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের তরফে।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে অ্যাথলিটদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন সংস্থার কর্তারা। আলোচনার বিষয়বস্তু একটাই, মাস্টার্স অ্যাথলেটিক্সকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।