স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মে।। নবগঠিত বিজেপি-আইপিএফটি মন্ত্রিসভার ১১ জন সদস্য আজ শপথ গ্রহণ করেন। রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য।
আজ প্রথমেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন যীষ্ণু দেববর্মা। এর পর একে একে শপথ নেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রতনলাল নাথ, প্রণজিৎ সিংহরায়, মনোজ কান্তি দেব, সান্ত্বনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান চন্দ্র দাস, সুশান্ত চৌধুরী, রামপদ জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং।
গতকাল নবগঠিত মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা শপথ গ্রহণ করেন। আজ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্যসচিব কুমার অলক। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, সাংসদ বিনোদ সোনকর, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।