অনলাইন ডেস্ক, ১৬ মে।। সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান শেখ মোহাম্মদ, এর আগে ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। এবার সংসদ সদস্যদের ভোটে পদ ফিরে পেয়েছেন সাবেক নেতা। খবর বিবিসি।
২০১৭ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো।
নিরাপত্তাজনিত কারণে বড় পরিসরে নির্বাচন হয়নি বলে জানা গেছে। ভোটে ৩২৮ জন সংসদ সদস্যের অংশগ্রহণের কথা থাকলেও একজন ভোট দেননি, তিনজনের ভোট বাতিল হয়েছে।
শেখ মোহাম্মদ পেয়েছেন ২১৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ফারমাজো পান ১১০ ভোট।
বিবিসি বলছে, এ ঘটনা সোমালিয়ার নিরাপত্তা সংক্রান্ত সমস্যার পাশাপাশি গণতান্ত্রিক জবাবদিহির অভাবকে তুলে ধরছে।
রবিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী মোগাদিসুর একটি সুরক্ষিত বিমান হ্যাঙ্গারে ভোট দেন আইন প্রণেতারা। ফলাফল ঘোষণার অল্প কিছুক্ষণ পরই শেখ মোহাম্মদ চার বছর দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করেন।
বিজয়ে তার সমর্থকেরা গুলি চালিয়ে উল্লাস প্রকাশ করেন। তবে ভোট চলাকালে কেন্দ্রের কাছাকাছি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও পুলিশ বলছে, কেউ হতাহত হয়নি।
নতুন প্রেসিডেন্টকে বেশ কিছু সংকট নিয়ে ব্যস্ত থাকতে হবে। এর মধ্যে রয়েছে চলমান খরা। জাতিসংঘের মতে, ৩৫ লাখ সোমালি দুর্ভিক্ষের ঝুঁকির মাঝে রয়েছে।
আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী আল-সাবাবের হাত থেকে দেশের বড় একটি অংশ উদ্ধারের দায়িত্ব চাপছে শেখ মোহাম্মদের কাঁধে। আল-সাবাব প্রায়শ রাজধানী ও আশপাশের এলাকায় হামলা চালিয়ে নিজের কর্তৃত্ব জানিয়ে আসছে।
এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় খাদ্য ও জ্বালানির দাম সোমালিয়ায় কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী।