স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মে।। সাত জেলার আটটি মহাকুমা দল প্রস্তুত। আজ ও আগামীকাল মিলে আরও কিছুটা প্র্যাকটিস করে নিচ্ছেন ক্রিকেটাররা। আটটি দলই নিজ নিজ উদ্যোগে বোলিং, ব্যাটিং এমনকি ফিল্ডিং প্রাক্টিসও করছে জোর কদমে। চার জেলার চার মাঠে চারটি ম্যাচ। আগামী ১৮ মে, বুধবার সব কটি ম্যাচই কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেটের মূলপর্বে শেষ আটের লড়াই হচ্ছে আগামী বুধবার। ইতিমধ্যে গ্রুপ পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। আট দলের ভাগ্য একদিনেই নির্ধারিত হবে, কোন্ চারটি দল সেমি ফাইনালে খেলবে। কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে গ্রুপ-এ চ্যাম্পিয়ন কৈলাশহর খেলবে গ্রুপ-ডি রানার্স আমবাসার বিরুদ্ধে।
আগরতলার এমবিবি স্টেডিয়ামে গ্রুপ-বি চ্যাম্পিয়ন উদয়পুর খেলবে গ্রুপ-সি রানার্স বিশালগড়ের বিরুদ্ধে। আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে গ্রুপ-সি চ্যাম্পিয়ন সদর দল খেলবে গ্রুপ-এ রানার্স ধর্মনগরের বিরুদ্ধে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে গ্রুপ-ডি চ্যাম্পিয়ন মোহনপুর খেলবে গ্রুপ-বি রানার্স সাব্রুমের বিরুদ্ধে।
লীগ পর্যায়ের ২৪টি ম্যাচের পরিসংখ্যান দেখে কৈলাশহর, উদয়পুর, সদর এবং মোহনপুরকে ফেভারিট ভাবা হচ্ছে। তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, তাই পুরোটাই নির্ভর করছে মাঠে কোন্ দল কেমন খেলে তার উপর।