অনলাইন ডেস্ক, ১৬ মে।। ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টায় কলকাতার গড়ফা আবাসন এলাকার একটি ফ্ল্যাটে পাওয়া যায় তার মরদেহ। কী কারণে এই মৃত্যু, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, পরিবারের সদস্য প্রথম পল্লবীকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এর পর লাশ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন। তার আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি ‘মন মানে না’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন।
প্রাণবন্ত অভিনেত্রী পল্লবী দের এমন মৃত্যু কেন হল? পল্লবীর ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, শনিবার রাতেও দক্ষিণ কলকাতার রাস্তায় মোমো খেয়েছেন তিনি। রাতের কলকাতার আলো নানা ছবি পোস্ট করেছেন। কিন্তু তার পরেই এমন কী ঘটল? মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।