অনলাইন ডেস্ক, ১৫ মে।। সড়ক দুর্ঘটনায় মাত্র ২৭ বছর বয়সে প্রাণ গেল বার্সেলোনা ‘বি’ দলের সাবেক উইঙ্গার ম্যাক্সিমিলিয়ানো রোলনের। শনিবার খবরটি নিশ্চিত করে কাতালানরা।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন রোলন। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন গাড়িতে থাকা তার বড় ভাই অ্যারিয়েলও। তিনিও ফুটবলার ছিলেন।
নিজ শহর রোজারিওতে ভ্রমণের সময় তাদের গাড়ি ধাক্কা খায় গাছের সঙ্গে। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ।
রোলনের উত্থান বার্সার যুব দলের হয়ে। দক্ষিণ আমেরিকা ও মধ্য প্রাচ্যের ক্লাবে নাম লেখানোর আগে কাতালান জায়ান্টদের দ্বিতীয় বিভাগের দলের খেলোয়াড় ছিলেন তিনি।
আর্জেন্টিনার অনুর্ধ্ব-২০ দলের হয়ে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছেন রোলন। বর্তমানে তার যমজ ভাই লিওনার্দো খেলেন চিলির ক্লাব দেপোর্তেস ইকুইকু’তে।
রোলন বার্সার ‘বি’ দলের হয়ে ২৪ ম্যাচ খেলে ২ গোল করেছেন। ২০১৭ সালে তিনি কাতালোনিয়া ছেড়ে যোগ দেন ব্রাজিলিয়ান জায়ান্ট সান্তোসে। এরপরে চুক্তি করেন স্পেনের লুগোর সঙ্গে। সেখান থেকে ফেরেন আর্জেন্টিনার ক্লাব আর্সেনাল দে সারান্দিতে। পরে ইকুয়েডর ও চিলি ফুটবলেও খেলেছেন রোলন। ইরাকে খেলেছেন আল দিওয়ানিয়ার হয়ে।
রোলনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছে বার্সেলোনা।