অনলাইন ডেস্ক, ১৪ মে।। এবার টাটা মোটরস নাকি দারুণ এক ক্ষতির সম্মুখীন হয়েছে। সম্প্রতি ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টারের রিপোর্ট পেশ করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ক্ষতির পরিমাণ ১,০৩২ কোটি টাকা।
২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ক্ষতি ৭৬০৫ কোটি টাকা। এই বিপুল ক্ষতির কারণ আসলে কি? কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আসলে সেলস রেভিনিউ ১১.৫% কমে ৭৮,৪৩৯ কোটি টাকাতে ঠেকেছে।
মনে করা হচ্ছে জ্যাগুয়ার ল্যান্ড রোভারের কারণেই কোম্পানির বিপুল ক্ষতির মুখ দেখতে হচ্ছে। এই বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থার লাভ কমেছে ২৭.১%।
তাছাড়া বিশ্ব বাজারে নাকি সেকমনডাক্টর চিপের দারুণ ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে গ্রাহকদের গাড়ির চাবি তুলে দিতেও দেরি হচ্ছে।
কিন্তু শুধু ক্ষতির কথা বলএই হবে না, স্ট্যান্ডালনের জন্য লাভের মুখও দেখেছে সংস্থা। ২০২২ সালের আর্থিক বছরে ৪১৩.৩৫ কোটি টাকা লাভ করেছে টাটা মোটরস।
২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানির মোট সেলস রেভিনিউ ছিল ১৭,৩৩৮.২৭ কোটি টাকা। সেটাই ২০২১ সালের আর্থিক বছরে ছিল ১৩,৪৮০.৪২ কোটি টাকা।
জ্বালানীর দাম এখন আকাশ ছোঁয়া এই কারণেই গাড়ি চালানোর খরচ বেড়েছে তাই পণ্যবাহী গাড়ির ব্যবসায় লাভের পরিমাণ কমে ৫.৯% থেকে ২.৯% হয়েছে।
তবে হ্যা যাত্রীবাহি গাড়ির দাম বাড়িয়ে কোম্পানি কিছুটা হলেও ঘুড়ে দাঁড়িয়েছে সেখানে ১.৯% থেকে বেড়ে ৬.৯% হয়েছে।