হরিণ শিকারিদের গুলিতে নিহত পুলিশ

অনলাইন ডেস্ক, ১৪ মে।। রাতের অন্ধকারেই শিকার করে নিয়ে যাওয়া হচ্ছিল কালো হরিণ, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে যাকে ঘিরে তুমুল সংঘর্ষ হয় কৃষ্ণসার শিকারি এবং পুলিশের মধ্যে।

এই সংঘর্ষে তিন পুলিশ কর্মী নিহত হন মৃতদের মধ্যে এসআই রাজকুমার জাটব, কনস্টেবল সান্ত রাম এবং কনস্টেবল নীরজ ভারগভ। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনার সাগা বারখেদা গ্রামে ঘটেছে, যেটি হারুন থানার অন্তর্গত এলাকা। গোপনসূত্রে পুলিশ কর্তৃপক্ষ খবর পায়, হরিণ শিকার করার কথা এবং এই গোপন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পক্ষ।

এই অবস্থায় শিকারি দলের পক্ষ থেকে হামলা চালানো হয় পুলিশদের উপর, যার ফলে শহীদ হয়ে যান তিন পুলিশ সদস্য। এই ঘটনার কয়েকটি ছবি পাওয়া গেছে যেগুলি দেখে এনকাউন্টার এর মত ঘটনা মনে হচ্ছে।

ছবিগুলোর ওপর ভিত্তি করে বোঝা যাচ্ছে পুলিশ কর্মীদের গুলি করা হয়েছে খুব নিকট থেকেই। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মৃত ময়ূর পাখি, চারটি হরিণের মাথা এবং দুটি হরিণ মাথাবিহীন।

এর পরেই ঘটনাস্থলে পৌঁছান জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নরত্তম মিশ্র জানিয়েছেন,” এই ঘটনাটিতে যে পুলিশকর্মীরা সাহসিকতার সঙ্গে কাজ করে শহীদ হয়েছেন তাদের শহীদের প্রতিদান বৃথা যাবে না।

যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তিনি গোটা ব্যাপারটি নিজেই দেখবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?