আফগানে পাকিস্তানের বিমান হামলায় দেশ দুটির সম্পর্কে ব্যাপক অবনতি

অনলাইন ডেস্ক, ১৪ মে।। সম্প্রতি আফগান সীমান্তের ভেতরে পাকিস্তানের বিমান হামলার পর দেশ দুটির সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

গত বছরের আগস্টের মাঝামাঝি তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের এই অবনতি ঘটল।

ইসলাম খবর নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের বরাতে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় বিপুল সংখ্যক আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুদেশের সম্পর্কে বড় ধরনের টানাপড়েন শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৬ এপ্রিল কুনার এবং খোস্তের সীমান্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৪৫ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। ওই হামলার ফলে পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

তবে, পাকিস্তান দাবি করেছে যে, তাদের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আফগানিস্তানের ভেতর থেকে প্রায়ই হামলা চালানো হয়। আর এই হামলার জন্য দায়ী পাকিস্তান তালেবান, যারা তাহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। টিটিপি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এর সঙ্গেও জড়িত।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন যে, ‘এই হামলা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ প্রশস্ত করছে’।

তবে, ইসলাম খবর এর প্রতিবেদন অনুসারে, আন্তঃসীমান্ত হামলা বেড়ে যাওয়া এবং টিটিপি-র কার্যক্রম বন্ধ করতে ব্যর্থতার জন্য পাকিস্তান কাবুলের তালেবান সরকারকে দোষারোপ করেছে।

ওদিকে, পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তানের খোস্ত এবং কান্দাহার প্রদেশের বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তাদের দাবি পাকিস্তানের বিমান হামলায় নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক।

আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠায় পাকিস্তানের সক্রিয় সহযোগিতা থাকা সত্ত্বেও কাবুল ইসলামাবাদের বিরুদ্ধে কুনার এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়ে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের দায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও অভিযোগ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ২৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই আফগান তালেবানদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তার মধ্যেই পাকিস্তান এই বিমান হামলা চালায়।

ইসলাম খবর এর প্রতিবেদনের বরাতে টাইমস অফ ইন্ডিয়া বলছে, বিশ্লেষকরা বলেছেন যে, অতীতে আফগানিস্তানের তালেবান নেতাদের নিরাপদ আশ্রয় দেওয়া পাকিস্তানের সামরিক বাহিনী সম্প্রতি আফগান সীমান্তে ব্যাপকভাবে পাকিস্তানি তালেবানদের হামলার শিকার হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?