অনলাইন ডেস্ক, ১৪ মে।। দেশের ভেতর মূল্য বৃদ্ধির লাগাম টানতে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গতকাল শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা জারি করে বৈদেশিক বাণিজ্যের মহাপরিদপ্তর (ডিজিএফটি)।
তবে শুক্রবার নোটিশ জারির আগে আমদানির জন্য ক্রেডিট অব লেটার ইস্যু করা দেশগুলোতেই কেবল গম পাঠানো হবে বলে জানিয়েছে সরকার।
পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও অনুরোধের ভিত্তিতে গম রপ্তানি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের খাদ্য সংকট কাটাতে এবং প্রতিবেশী দেশের চাহিদা ও খাদ্যসংকটে ভুগছে এমন নাজুক দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভারতে সম্প্রতি প্রয়োজনীয় খাদ্যপণ্য বিশেষ করে সিরিয়ালের দাম বেড়ে গেছে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে কৃষ্ণ সাগর অঞ্চল থেকে আমদানি কমে গেছে। এ কারণে দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারতের উপর বিশ্বের আমদানিকারকরা নির্ভর করছে।
গত মার্চে প্রচণ্ড গরমের কারণে দেশটিতে অনেক খাদ্যশস্য নষ্ট হয়েছে। এ ছাড়া এপ্রিলে দেশটিতে বেড়ে যাওয়া ৭.৭৯ শতাংশ মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে হচ্ছে সরকারকে।
যদিও সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যে দেশে অনেক বেশি গম মজুত রয়েছে। ভারত সারা বিশ্বে গম রপ্তানিতে প্রস্তুত রয়েছে।
এক সপ্তাহ আগেও খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে বলেছিলেন, দেশে অনেক বেশি গম মজুত রয়েছে। তাই রপ্তানি না করার কোনো কারণ দেখছি না।