অনলাইন ডেস্ক, ১৪ মে।। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে ‘কুরুচিকর পোস্ট’ করার অভিযোগে আলোচিত রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ভারতের পাটুলি ও লালবাজার থানায় দুই তৃণমুল কর্মী তার নামে এই মামলা করেন।
এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মামলার বিষয়টি জেনেও রোদ্দুর রায়ের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি গতকালই আবারও ফেসবুক লাইভ করেন। লাইভে গিটার বাজিয়ে একাধিক ‘অশ্রাব্য শব্দের’ ব্যবহার করে তিনি গান গেয়েছেন।
লাইভে এসে আবারও তার বিরুদ্ধে কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। লাইভে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নিরলস সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে রবীন্দ্রজয়ন্তীতে বাংলা আকাদেমি পুরস্কার দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার লেখা ‘কবিতা বিতান’ বইটির জন্য এই সম্মান দেওয়া হয়েছে।
এই পুরস্কারপ্রাপ্তির ঘটনাকে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রোদ্দুর রায়। এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করার অভিযোগ উঠেছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে।