স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মে।। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব। রাজ্যপালের কাছে আজ তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দু’একদিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন।
দিল্লীর নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে। পার্টি এবং সরকারের ভালোর জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিপ্লব কুমার দেব।
এর আগে দফায় দফায় বিজেপি’র চার শীর্ষস্তরের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যে আগমন ঘিরে জল্পনা শুরু হয়েছিল।
শনিবার সকালে বিমানে রাজ্যে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, রাজ্য প্রভারী বিনোদ সোনকর। তাদের বিমান বন্দরে স্বাগত জানান দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা সহ অন্য নেতারা।
এদিন দুপুরেই রাজ্যে আসেন সংগঠন মহামন্ত্রী অজয় জাম্বোয়ালও। দফায় দফায় বিজেপি’র শীর্ষস্তরের নেতাদের রাজ্য আগমন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ছিল। বিকালে সমস্ত জল্পনার অবসান হল। মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করলেন বিপ্লব দেব।