অনলাইন ডেস্ক, ১৩ মে।। চলতি বছর ১৫,০০০ জন পড়ুয়া নিট স্নাতকোত্তর পরীক্ষা দেবেন। সেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান পড়ুয়ারা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও স্মারকলিপি জমা দিয়ে এই পরীক্ষা অন্তত আট থেকে ১০ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকেও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে চিঠি লেখে আইএমএ। এই পরিস্থিতির মধ্যে শুক্রবার নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে যে আবেদন দাখিল করা হয়েছিল, তা শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ‘নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন গ্রহণ করা যাবে না। কারণ এই আবেদন গ্রহণ করলে স্বাস্থ্য পরিষেবা, রোগীদের পরিষেবা প্রদান এবং যে চিকিৎসকরা ইতিমধ্যে নথিভুক্ত করেছেন, তাঁরা ব্যাপকভাবে প্রভাবিত হবেন। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, রোগীদের যত্নই সর্বোচ্চ অগ্রাধিকার।