অনলাইন ডেস্ক, ১৩ মে।। ফরাসি বিলাসবহুল কম্পানি ‘লুই ভিতোঁ’-র মুখ হলেন দীপিকা পাড়ুকোন। এই প্রথম কোনও ভারতীয় এমন জায়গায় পৌঁছাতে পারলেন। খুব শীঘ্রই লুই ভিতোঁ-র একটি ব্যাগের বিজ্ঞাপনে দেখা যাবে দীপিকাকে।
এর আগেও এই কম্পানির সঙ্গে মডেল হিসেবে কাজ করেছিলেন অভিনেত্রী। ২০২০ সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই ফরাসি কম্পানির প্রচারেও অংশগ্রহণ করেন।
এত বড় একটি কম্পানির মুখ হতে পেরে দীপিকা বেশ উৎসাহিত। নিজের ইনস্টাগ্রামেও ভক্তদের সঙ্গে খুশির খবরটি শেয়ার করেছেন তিনি।
এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, ‘১৮ বছর বয়সে আপনি যখন সবে উপার্জন করতে শুরু করেন, তখন লুই ভিতোঁ দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেও তাকাবেন না। কারণ আপনি জানেন যে, সেই দোকানের জিনিস আপনি কিনতে পারবেন না। কিছু জিনিস কেনার শখ থাকে মানুষের। কিছু জিনিস কেনার কথা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেন না। লুই ভিতোঁ আমার কাছে দ্বিতীয়টা ছিল। আমি আসলে খুব বাস্তববাদী। জানি, কোনটা পারব, কোনটা পারব না। এই চুক্তি হওয়ার পর থেকে নিজেকে সমানে চিমটি কেটে যাচ্ছি। যাতে বুঝতে পারি এটা স্বপ্ন না, সত্যি!’
একের পর এক সাফল্যের পালক জুড়ছে দীপিকার মুকুটে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয় দীপিকার। সেই গুরু দায়িত্ব পালন করার জন্য ইতিমধ্যেই মুম্বাই ছেড়েছেন বলিউডের এই শীর্ষ অভিনেত্রী।