স্টাফ রিপোর্টার, তোলিয়ামুড়া,১৩ মে।। দু’চার দিনের হাল্কা মাঝারি বর্ষণের ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের ৪৭ মাইল এলাকায় রাস্তার উভয় পাশে আটকে পড়ে শতাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি।
খবরে জানা যায়, আসাম আগরতলা জাতীয় সড়ক পথ প্রশস্ত করে ফোর লেন করার উদ্দেশ্যে রাস্তা সংস্কারের কাজ চলছে। আর সে কারণে পাহাড় কেটে রাস্তা প্রশস্তের কাজ চলছে। পাহাড়ের লাল পিচ্ছিল মাটি আসাম আগরতলা জাতীয় সড়কের উপর পড়ে কাদা-কর্মদায় রাস্তা বেহাল আকার ধারণ করেছে। ফলে বহিঃরাজ্য থেকে পণ্য বোঝাই করে লরি গুলো রাজ্যে প্রবেশের পথে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে।
আর এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশ অসাধু ব্যাবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী গুলির আকাশছোঁয়া দাম রাখছে সাধারণ ক্রেতাদের কাছ থেকে। ফলে হাত পুড়ছে সাধারণ ক্রেতাদের। আর রাস্তায় আটকে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্যবাহী যান চালক থেকে শুরু করে যাত্রীবাহী যান চালকদের।