স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৩ মে।। ওএনজিসি’র প্রতি ক্ষুব্ধ নাগরিকদের সড়ক অবরোধ। সোনামুড়া ময়নামা পঞ্চায়েতের বড়ডেপায় ওএনজিসির গাড়ি আটকে সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ।
তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে ওএনজিসি’র ভারি যানবাহন চলাচলে রাস্তার অবস্থা খুবই বেহাল হয়ে পড়েছে। পুরো রাস্তা সংস্কারের জন্য ৮১ লক্ষ টাকা বরাদ্দ হলেও এক কিলোমিটার কাজ করা হয়েছে। কিন্তু বাকি তিন কিলোমিটার রাস্তার সংস্কার হয়নি।
রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল অবস্থা। প্রতিদিন রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ আন্দোলন সংগঠিত করা হচ্ছে। অবরোধ আন্দোলন যেন ট্রাডিশন হয়ে গিয়ে। জল, রাস্তা, বিদ্যুৎ সমস্যা হলে অবরোধ।