স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ মে।। আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে জল বোর্ডের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মেয়ের দীপক মজুমদার। পুর এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে বৈঠকে আলোচনা হয়। বিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উভয় পক্ষই নিজেদের মতামত তুলে ধরে। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্পোরেটরগন, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।
বৈঠক শেষে মেয়ের দীপক মজুমদার জানিয়েছেন সেন্ট্রাল জোনের বিভিন্ন ওয়ার্ডে পানীয়জল নিয়ে জনগণের নানা অভিযোগ রয়েছে। এইসব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাল বোর্ড এর মতামত জানতে চাওয়া হয়েছে। জল বোর্ড বলেছে আগামী কিছুদিনের মধ্যে তারা বিস্তারিত রিপোর্ট দেবে। এরপরই ব্যাবস্থা নেয়া হবে।
এদিনের বৈঠক পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকরা তথা সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়াররাও উপস্থিত ছিলেন।