অনলাইন ডেস্ক, ১৩ মে।। ভারতের তামিলনাড়ুতে একটি মদবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই রাস্তায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মদের বোতল। উপস্থিত জনতা রাস্তায় ছড়িয়ে পড়া মদের বোতল মুহূর্তেই লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ের ভিরাগানুর এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, মানালুরে একটি গুদাম থেকে মদ নিয়ে যাচ্ছিল ট্রাকটি। ভিরাগানুর এলাকায় মহাসড়কে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা মদের বাক্সগুলো রাস্তায় ছিটকে পড়ে। এটি দেখে পথচারীরা দাঁড়িয়ে পড়েন, ছুটে আসেন স্থানীয়রাও। কিন্তু উদ্ধার করা তো দূরে থাক, বোতল কে কতগুলো সংগ্রহ করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে প্রায় ১০ লাখ রুপির মদ ছিল বলে জানিয়েছে পুলিশ।