স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ মে।। ভাইটাল ম্যাচে আমবাসা জয়ী হয়েছে। হারিয়েছে খোয়াইকে ৪৭ রানের ব্যবধানে। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। ওভার কমিয়ে খেলা শুরু করা হলেও শেষ পর্যন্ত ডি এল এস মেথডের আশ্রয় নিতে হয়েছে ম্যাচে জয়-পরাজয়ের নির্ণয়ের জন্য।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা রাজ্য স্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের খেলা আজ শেষ হয়েছে। গ্রুপ-ডি থেকে মোহনপুর আগেই মূলপর্বে অর্থাৎ কোয়াটার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছিল। শুক্রবার গুরুত্বপূর্ণ ম্যাচে খোয়াইকে ৪৭ রানের ব্যবধানে হারানোর সুবাদে আমবাসা শেষ আটে প্রবেশের টিকিট পেয়েছে।
যদিও প্রথম খেলায় আমবাসা ৬ রানের ব্যবধানে কমলপুরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মোহনপুরের সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। কমলাপুরে কালী বাড়ি প্লে গ্রাউন্ডে বেলা ১১টায় ম্যাচ শুরুতে টস জিতে আমবাসা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। খোয়াইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে, ৩৩.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে খোয়াই ১৫৩ রান সংগ্রহ করে। যদিও ২ ঘন্টা অপেক্ষার পর খেলা শুরু হয়েছিল বলে ওভার সংখ্যা কমিয়ে ৩৮ করা হয়েছিল।
খোয়াইয়ের পক্ষে সুজিত চন্দ্র দেব সর্বাধিক ৫৮ রান পেয়েছে ৬৬ বল খেলে ৬টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সহযোগে। এছাড়া নিশিকান্ত দেবনাথের ২৮ রান উল্লেখ করার মতো। আমবাসার রাহুল পাল ১৮ রানে তিনটি এবং মনীষ রুদ্র পাল ৩৫ রানে দুটি উইকেট পেয়েছে। সাগর দেব পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আমবাসা ১৫.২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে যায়।
দলের পক্ষে উত্তম কলৈই দায়িত্বের সঙ্গে ২৫ বল খেলে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত থেকে ৩৭ রান সংগ্রহ করে। তার রানের গতিতেই মূলতঃ দল ডিএলএস মেথডে জয়ের স্বাদ পায়। খোয়াই-এর রানের গড় কম ছিল বলে আমবাসাকে শেষ পর্যন্ত ৪৭ রানে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের পক্ষে রাহুল পাল দুর্দান্ত বোলিং-এর স্বীকৃতি হিসেবে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়।