ভারত ভ্রমণের উদ্দেশ্যে এমফিল পাস করা বিহারের যুবক এলেন রাজ্যে

 

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ মে।। সমগ্র ভারতবর্ষকে জানা এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মানুষ জনের আদব-কায়দা, রীতি-নীতি সহ একাধিক বিষয়কে জানার এবং অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে মাত্রা নিয়ে বিহার রাজ্যের এক উচ্চ শিক্ষিত তথা এমফিল পাস করা যুবক নিজের বাইসাইকেলের চেপে পাড়ি দিল ভারত ভ্রমণের উদ্দেশ্যে।

জানা যায়, দীর্ঘ ছয় মাস পূর্বে বিহার রাজ্যের এক উচ্চ-শিক্ষিত যুবক ধীরাজ কুমারের আচমকাই ইচ্ছে হয় ভারতবর্ষকে জানার এবং চেনার। আর সেই ইচ্ছাশক্তির কারণেই নিজের চাকরি ছেড়ে নিজের বাই সাইকেলে চেপে বেরিয়ে পড়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে।

ধীরাজ এখন পর্যন্ত মিজুরাম, সিকিম, পাঞ্জাব,মোট ১৩ টি রাজ্য নিজের বাইসাইকেলে চেপে ভ্রমণ করেছে, ত্রিপুরা তার ভ্রমণের ১৪ তম রাজ্য। শুক্রবার দুপুরে আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়া হয় আগরতলা উদ্দেশ্যে যাত্রা করে উচ্চ শিক্ষিত যুবকর ধীরাজ কুমার। ধীরাজ কুমার জানান, মানুষকে চেনা, মানুষের সাথে কথা বলা, মানুষের আদব-কায়দা জানার চেষ্টা করা, মানুষের সামাজিক চলাফেরার ভঙ্গি সহ বিভিন্ন কিছু জানার তাগিদে ভারতকে জানার জন্য বাইসাইকেল করে ভ্রমণ করছে বিভিন্ন রাজ্যে। সেই যুবকটি আরো জানান, বর্তমানে সে এখনো পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, এমফিল করেছে। চাকরিও করতো। সে চাকরি সুবাদে আন্তরাষ্ট্রীয় কোন এক সেমিনারে যোগ দেওয়ার আগে তার মাথায় প্রশ্ন জাগে।

আগে ভারতকে জানতে হবে, জানতে হবে মানুষকে, কথা বলতে হবে মানুষের সাথে। কেমন করে মানুষ জীবন-জীবিকা নির্বাহ করে। তাই তিনি ভারতকে জানার জন্য বের হয়ে গেলেন পাঞ্জাব থেকে বাইসাইকেল করে এক ভ্রমণে। এখন পর্যন্ত তার কাছে ১৩ টি রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্য। দ্বিতীয় স্থানে সিকিম এবং তৃতীয় স্থানে পাঞ্জাব। ত্রিপুরা রাজ্যের আগরতলা ভ্রমণ এরপর তিনি বাইসাইকেলের মাধ্যমে পৌঁছে যাবেন মেঘালয়ের শিলং-এ। প্রতিটি রাজ্যের থেকে সংগ্রহ করা তথ্য ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন।

এদিকে এই যুবকের ভারত ভ্রমনে যে উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছে তা তেলিয়ামুড়া বাসীর পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?