স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ১২ মে।। বৃষ্টিতে জাতীয় সড়কের অবস্থা বিপজ্জনক হয়ে আছে। বৃষ্টির জলে ক্রেসারের বালি, মাটি এসে জাতীয় সড়ক কর্দমাক্ত হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে আলু বোঝাই ১২ চাকার লরি।
এই ভয়ঙ্কর দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও সহ-চালক। ঘটনা চুরাইবাড়ি থানাধীন খেরেংজুরি এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নালাতে পড়ে যায় লরিটি। চালক এবং সহ-চালক আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীদের সহায়তায় চালক ও সহচালককে উদ্ধার করেছে। দূর্ঘটনার একটি মামলা নেয়া হয়েছে। যান চালকরা দাবী জানিয়েছেন অবিলম্বে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।