স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মে।। আগরতলা বোধজংনগর থানাধীন আরকে নগরস্থিত বেসরকারি রাবার ফ্যাক্টরির ম্যানেজার তারই দুই সহকর্মীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। সেই দুই যুবতী স্থানীয় নাগরিক।
আর অভিযুক্ত ম্যানেজার ভিনরাজ্যের। এদিন ঘটনাকে কেন্দ্র করে ফ্যাক্টরিতে হৈচৈ পড়ে যায়। পরে পুলিশকে ছুটে আসতে হয়। অভিযুক্ত ম্যানেজার পলাতক বলে খবর। ইতিমধ্যেই ওই ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ম্যানেজারের বাড়ি কেরালায়। এদিন সকাল ১১ টা নাগাদ থানায় খবর যায় যে রাবার ফ্যাক্টরির সামনে প্রচুর সংখ্যক মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কোনরকমে ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।
তাদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন। অভিযোগে বলা হয়েছে ফ্যাক্টরির ম্যানেজার দুই যুবতীকে প্রস্তাব দিয়েছে তার সাথে যদি একঘন্টার জন্য অন্তরঙ্গ সময় কাটান তাহলে তিন হাজার টাকা দেবেন।
এছাড়াও নানা ধরনের কুপ্রস্তাব দেয়া হয়। পুলিশ ওই ম্যানেজারকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে।