অনলাইন ডেস্ক, ১২ মে।। চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। বুধবার (১১ মে) চেন্নাই সুপার কিংসের সুরক্ষা বলয় ছেড়েছেন এই ভারতীয় অলরাউন্ডার।
সিএসকে’র সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, ‘পাঁজরের চোটে পড়েছেন জাদেজা। ৪ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চোট পায় সে। আমাদের আর দুই ম্যাচ বাকি আছে এবং সামনে তার আন্তর্জাতিক ম্যাচ। আমরা তার জন্য কোনো ঝুঁকি নেওয়ার চিন্তা করিনি।’
তিনি আরও বলেন, ‘বোলিং ও ব্যাটিংয়ের সময় তার ব্যথা অনুভূতি হচ্ছিল। তাই আমরা ভাবলাম, তাকে বিশ্রাম দেওয়ায় সুবিচার হবে। বিষয়টি আমরা বিসিসিআই’কে জানিয়েছি।’
পঞ্চদশ আইপিএলের শুরুতে চেন্নাইয়ের নেতৃত্বে পরিবর্তন আসে। মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে দায়িত্ব নেন জাদেজা। কিন্তু অধিনায়ক হিসেবে দলকে সফলতা এনে দিতে পারেননি ৩৩ বছর বয়সী তারকা। টুর্নামেন্টের মাঝপথে নেতৃত্ব ছাড়েন জাদেজা। ফের চেন্নাইয়ের নেতৃত্ব উঠে ধোনির হাতে।
গত রবিবার (৮ মে) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সিএসকে’র শেষ ম্যাচে ছিলেন না জাদেজা। বৃহস্পতিবার (১২ মে) ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে চেন্নাই। এরপর তারা একই মাঠে খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ১৫ মে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবেন ধোনিরা।